Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০২২

কক্সবাজার জেলার রামু উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2022-06-27
বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও রামু উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ও সুশীলন এর সহযোগিতায় “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা ২৭-০৬-২০২২ ইং সোমবার সকাল ১১.০০ টায় রামু উপজেলার অফিসার্স ক্লাব সভাকক্ষে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব প্রণয় চাকমা, উপজলো নির্বাহী অফিসার, রামু, কক্সবাজার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জনাব সোহেল সরওয়ার কাজল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামু , কক্সবাজার এবং কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ সালাহউদ্দিন, ভাইচ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামু , কক্সবাজার। এছাড়া রামু উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ মোট ৪৭ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক।
পরবর্তীতে দলীয় কাজের মাধ্যমে ১১ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ৩০ টি ভাল শিখনের মধ্য থেকে গনতান্তিক প্রকৃয়ায় উপস্থিত অংশগ্রহন কারিদের ভোটের মাধ্যমে ৫ টি ভাল শিখন নির্বাচন এবং কর্মপকিল্পনা চুড়ান্তকরনের মাধ্যমে দিন ব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়।
নির্বাচীত ভালো শিখন গুলো হলঃ
১। রাজার কূলের চেইন্দাতে বনজ ঔষধী গাছ রোপন। (রাজারকূল ইউনিয়ন)
২। ১০০% হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স এর ফি আদায়। (ফতেকারকূল ইউনিয়ন)
৩। কৃষি পন্য সংগ্রহ কেন্দ্র। (কাউয়ার খোপ + কচ্ছপিয়া+ জোয়ারিয়ানালা ইউনিয়ন)
৪। ইউ পি তহবিল থেকে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা। (কচ্ছপিয়া ইউনিয়ন)
৫। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি। (ঈদগড় ইউনিয়ন)